বন্ধন'১৭ নীতিমালা
বন্ধন'১৭ (Bondhon'17) এর নিয়মাবলী ও পরিকল্পনা
সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সঞ্চয় হচ্ছে আয়ের একটি অংশ যা বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য জমা করে রাখা হয়।
বন্ধন'১৭ একটি সঞ্চয়ভিত্তিক আর্থিক পরিকল্পনা, যা ২০১৭ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গঠিত।
আমাদের লক্ষ্য হচ্ছে ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করা, যাতে সবাই মিলিতভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারে।

উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা
মেয়াদ: আগস্ট ২০২৫ – আগস্ট ২০৩৫ (১০ বছর)
অর্থবছর: আগস্ট ২০২৫ – আগস্ট ২০২৬ = ১ম অর্থবছর

টার্গেটসমূহ:
১। জমি ক্রয়
২। ফ্ল্যাট ও ভবন নির্মাণ
৩। মিনি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার
৪। প্রাইভেট স্কুল ও কলেজ
৫। ব্যবসা-বাণিজ্য (শপ, ফার্মেসি ইত্যাদি)
৬। বিলাসদ্রব্য ক্রয়
৭। সুদবিহীন অর্থনৈতিক কার্যক্রমে বিনিয়োগ

ব্যাংক অ্যাকাউন্ট
সকল সঞ্চয় একটি নির্ভরযোগ্য সেভিংস একাউন্টে সংরক্ষিত থাকবে।
যে কোনো উত্তোলনের জন্য কমপক্ষে ৫ জন দায়িত্বপ্রাপ্ত সদস্যের স্বাক্ষর আবশ্যক।

মূলধন সংগ্রহ ও চাঁদা
১। মাসিক চাঁদা:
প্রতি মাসে ১০০০ টাকা, ৫ থেকে ১৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।
ব্যাংক ট্রান্সফার রিসিট বা স্ক্রিনশট WhatsApp গ্রুপে জমা দিতে হবে।

২। ঈদ বোনাস:
ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা উপলক্ষে প্রত্যেকে ২০০০ টাকা জমা দেবে।

৩। নিয়মাবলী:
অসুস্থ হলে সর্বোচ্চ ৩ মাসের চাঁদা একসাথে প্রদান করা যাবে।

৪। অতিরিক্ত মূলধন:
বড় কোনো প্রকল্পে প্রয়োজনে সকলের সম্মতিতে অতিরিক্ত মূলধন সংগ্রহ করা হবে।

৫। চাঁদা বৃদ্ধি:
পরবর্তী বছর সকল সদস্যের সম্মতিক্রমে চাঁদা বৃদ্ধি করা যেতে পারে।

৬। হিসাব রক্ষণ:
ক্যাশিয়ার প্রতি মাসে রেজিস্টারে লিপিবদ্ধ করবেন এবং এক্সেল শিট শেয়ার করবেন।

৭। ক্যাশিয়ার কমিটি:
১ জন প্রধান ও ৪ জন সহকারীসহ মোট ৫ সদস্যের ক্যাশিয়ার কমিটি থাকবে।

৮। মাসিক সভা:
প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার বিকাল ৩টায় WhatsApp গ্রুপে সভা অনুষ্ঠিত হবে।

৯। বোর্ড মিটিং:
প্রতি বছর রমজান মাসে বার্ষিক মিটিং অনুষ্ঠিত হবে। সবার উপস্থিতি বাধ্যতামূলক।

কার্যক্রম ও বাস্তবায়ন
১। ডিপার্টমেন্টাল শপ, ফার্মেসি ও অন্যান্য ব্যবসা
২। জমি ক্রয় ও উন্নয়ন
৩। স্বাস্থ্যসেবা কার্যক্রম (হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার)
৪। আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ
৫। শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা

সম্পদ ও লাভ-ক্ষতি বন্টন
১। সদস্য সংখ্যা অনুযায়ী বন্টন:
লাভ ও ক্ষতি সমানভাবে বন্টন হবে।
জমি, ফ্ল্যাট বা ভবনের মালিকানা সকলের সমান হবে।

২। ঋণ প্রদান:
সর্বোচ্চ একজন সদস্যকে মোট সঞ্চয়ের ১/৩ অংশ পর্যন্ত ঋণ দেওয়া যাবে।
সর্বোচ্চ ৬ মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
লিখিত চুক্তি বাধ্যতামূলক।

৩। ঋণ গ্রহণ:
সংগঠনের নাম ব্যবহার করে বাইরে ঋণ নেওয়া যাবে না।

সদস্য সংক্রান্ত
১। যোগ্যতা:
ধানুয়া কামালপুর কো-অপারেটিভ হাই স্কুলের ২০১৭ ব্যাচের শিক্ষার্থী হতে হবে।
ক্যাশিয়ার কমিটিতে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।

২। সদস্যপদ বাতিল:
ইচ্ছাকৃতভাবে ৩ মাস চাঁদা না দিলে সদস্যপদ বাতিল হবে।
বাতিল হলে মূল সঞ্চয় (লভ্যাংশ ছাড়া) ফেরত দেওয়া হবে।
কোনো সদস্য মৃত্যুবরণ করলে তার উত্তরাধিকারী টাকা পাবে।

৩। হস্তান্তর:
সংগঠনের অনুমতি ছাড়া সদস্যপদ বিক্রি বা হস্তান্তর করা যাবে না।

৪। সীমা:
একজন সর্বোচ্চ ৩টি সদস্যপদ গ্রহণ করতে পারবে।

বন্ধুত্ব ও মানবিক মূল্যবোধ
বন্ধন'১৭ কেবল অর্থনৈতিক নয়, বরং একতা ও ভালোবাসার প্রতীক।
সদস্যরা বিপদে-আপদে একে অপরের পাশে থাকবে।
সুখ-দুঃখ ভাগাভাগি করবে।
পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রাখবে।

নীতিমালার অনুমোদন
সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এই নীতিমালা অনুমোদিত হলো।
সর্বশেষ হালনাগাদ: ১২/০৮/২০২৫ ইং