সকল নোটিশে ফিরে যান
আগস্ট ২০২৫ ডিপোজিট আপডেট ও মিটিং প্রস্তাব
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫
Post image 1
Post image 2
আসসালামু আলাইকুম,
সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা আমাদের সকল টাকা (গত মাস: আগস্ট ২০২৫) শাহজালাল ইসলামি ব্যাংকে সফল ভাবে ডিপোজিট করেছি, প্রমানসাপেক্ষে ডিপোজিট রিসিট ও এসএমএস এর স্ক্রিনশট দেওয়া হয়েছে।
তবে ব্যাংকের হিসাব (ফি সংক্রান্ত) কিছু কনফিউশান থাকায় আমি (আশফাকুল ইসলাম (সিয়াম) কেশিয়ার (চলতি অর্থবছর ২০২৫)) ও সকল কেশিয়ার সহ সমতির দায়িত্বপ্রাপ্ত সকল গুরুত্বপূর্ণ সদস্যদের সাথে একটি সংক্ষিপ্ত মিটিং-এর প্রস্তাব রাখছি। আমি আপনাদের মূল্যবান মতামত আশা করছি।